আমাদের সম্পর্কে জানুন

ইসলামিক তারবিয়্যাহ ইনস্টিটিউট  শিক্ষা ও সেবামূল একটি প্রতিষ্ঠান। আমাদের মূল উদ্যেশ্য দ্বীনি কাজ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ঠি অর্জন করা।  উপমহাদেশে প্রচলিত কওমী মাদ্রাসার আলোকে দ্বীনি গভির জ্ঞান  শিক্ষা দেওয়া এবং কোরআন হাদীসের পারদর্শী হতে ইচ্ছুক দ্বীনি ভাই-বোনদেরকে বিভিন্ন ভাবে সহযোগীতা করার সাথে সাথে যেন প্রত্যেক মুসলমান কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে পারে তা আমাদের অন্যতম উদ্যেশ্য। আমাদের দ্বীকি কাজ সমুহ:

১. শিক্ষা: জেনারেল শিক্ষায় শিক্ষিত এবং কর্ম ব্যস্ত দ্বীনি ভাই-বোনদের মাঝে  কোরআন হাদীসের জ্ঞান পৌঁছে দিতে আমাদের এই অনলাইন শিক্ষা ব্যবস্থা। যারা কোরআন হাদীসের গভীর ইলম অর্জন করতে চান বা দুনিয়াবী ব্যস্ততার সাথে সাথে কিছু সময় ইলম অর্জনের সাথে থেকে তালেবুল ইলম হতে চান তাদের জন্য আমাদের এই আয়োজন। আপনি পৃথীবির যে কোন প্রান্ত হতে আমাদরে সাথে অনলাইনে যুক্ত থাকতে পারেন কোরআন হাদীসে ছাত্র হিসাবে। 

শিক্ষা কার্যক্রমসমূহ: যারা সুধু ফরজী ইলম বা মৌলিক দ্বীনি  শিকতে চান, যা প্রত্যক মুসলমানের জন্য জানা আবশ্যক তাদের জন্য রয়েছে  ইলমে দ্বীন শিক্ষার ব্যবস্থা। আর যারা দীর্ঘ সময় দিয়ে কোরআন হাদীসের গভীর ইলম অর্জন করতে চান তাদের জন্যও রয়েছে আমাদের দীর্ঘ ব্যপী শিক্ষার সুযোগ।

২. দাওয়া: আমাদের আরো একটি দ্বীনি কাজ হলো দ্বীনি দাওয়াহ। যারা সুধু নামে মুসলমান যাদের মধ্যে দ্বীনি কোনো ইলমন নাই আমাল নাই ইসলাম সম্পর্কে কোন ইলম নাই। তাদের মাঝে দ্বীনি দাওয়াহ দেওয়া যেন তারা খাটী মুসলমান দ্বীনদার হয়ে নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এবং যারা অমুসলিম তাদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়া যেন তারা মুসলমান হয়ে পরকালের চিরকাল জাহান্নামে থাকা থেকে মুক্তি পেতে পারে। আর এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। যার দায়ীত্ব এখন আমাদের।

৩. সেবা: অসহায় মানুষের সেবা করা ইসলামের অন্যতম এক সুন্দর্য ও মুসলিমদের বৈষিষ্ঠ। যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। তাই আমরাও আমাদরে সধ্য অনুযায়ী মানুষের সেবামুলক বিভিন্ন কাজ পরিচালনা করি । আলহামদুলিল্লাহ

আলেম / আলেমা কোর্স

হিফজুল কুরআন কোর্স

কুরআন ও দ্বীন শিক্ষা কোর্স​

আরবী গ্রামার (নাহু ও সরফ) কোর্স

হাদীস অনুবাদ কোর্স​

কুরআন অনুবাদ কোর্স

Scroll to Top

Thank you

Your application has been submitted, very soon we will contact you.